বাসস
  ১২ আগস্ট ২০২৫, ১৪:৫৩

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মূল সুদের হার কমালো, অনিশ্চয়তার সতর্ক করলো

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) :  অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার মূল সুদের হার কমিয়ে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। তবে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকার সতর্কতা দিয়েছে।

সিডনি থেকে এএফপি এ সংবাদ জানায়।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩.৬০ শতাংশে নামিয়েছে। যা এপ্রিল ২০২৩ সালের পর সর্বনিম্ন। ব্যাংক জানিয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্থিতিশীল অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংকের মুদ্রানীতি বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা উচ্চ পর্যায়ে রয়ে গেছে। তবে মার্কিন শুল্ক নীতি ও অন্যান্য দেশের প্রতিক্রিয়ার পরিধি ও মাত্রা নিয়ে কিছুটা স্বচ্ছতা এসেছে, যা চরম পরিস্থিতি এড়াতে সহায়ক হতে পারে।’

বোর্ড আরও জানায়, বাণিজ্য নীতি সংক্রান্ত অগ্রগতি বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ‘নেতিবাচক প্রভাব’ ফেলতে পারে।

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চ্যালমার্স বলেন, বৈশ্বিক অস্থিরতার বিরুদ্ধে সেরা প্রতিরক্ষা হলো ‘আরও উৎপাদনশীল অর্থনীতি, শক্তিশালী বাজেট এবং অধিক সহনশীলতা’।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা এখন দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য, তবে আমরা একসাথে যে সব অগ্রগতি করেছি, তা আমাদের ভালো অবস্থানে রেখেছে।’

যদিও ২০২২ সালের ডিসেম্বরে ৭.৮ শতাংশে পৌঁছানো মুদ্রাস্ফীতি এখন কিছুটা কমেছে তবুও অস্ট্রেলিয়ার অনেক পরিবার এখনো খাদ্য, জ্বালানি ও আবাসন খরচের উচ্চ চাপের মধ্যে রয়েছে।