বাসস
  ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯

পদত্যাগের দাবি জানানোর পর ইন্টেল প্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মার্কিন চিপ নির্মাতা ইন্টেলের প্রধান নির্বাহী লিপ-বু টানের সঙ্গে বৈঠক করেছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, বৈঠকটির কয়েকদিন আগেই ট্রাম্প ইন্টেল প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন।

ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে লিখেছেন, বৈঠকে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টও উপস্থিত ছিলেন। 

তিনি আরো লেখেন, বৈঠকটি ছিল ‘খুবই আকর্ষণীয়।’ এছাড়া টানের সাফল্য ও উত্থানকে ‘অবিশ্বাস্য এক গল্প’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, তার মন্ত্রিসভার সদস্যরা টানের সঙ্গে আরও সময় কাটাবেন এবং আগামী সপ্তাহে প্রেসিডেন্টকে কিছু ‘পরামর্শ’ দেবেন।

তবে এ বিষয়ে ইন্টেলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।

গত সপ্তাহে ট্রাম্প অবিলম্বে টানের পদত্যাগের দাবি জানান। কারণ, এক রিপাবলিকান সিনেটর ইন্টেল প্রধান হিসেবে সদ্য নিয়োগ পাওয়া টানের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সম্পর্ক থাকার দাবি করেন। যা নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়।

ট্রাম্প গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল মিডিয়ার  এক পোস্টে লিখেছিলেন, ‘ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা গুরুতর স্বার্থের সংঘাতে জড়িত এবং তাকে পদত্যাগ করতেই হবে। এর বাইরে কোনো সমাধান নেই।’

সেই সময় টান এক বিবৃতিতে জানান, কোম্পানি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সরকারের উদ্বেগের বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের ‘সঠিক তথ্য’ পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করবে।

সিলিকন ভ্যালির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইন্টেল বর্তমানে এশিয়ার দুই শক্তিশালী প্রতিষ্ঠান টিএসএমসি ও স্যামসাংয়ের কাছে পিছিয়ে পড়েছে। তারা বর্তমানে অর্ডার অনুযায়ী আধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী হিসেবে বাজার দখল করে রেখেছে।

এক বিবৃতিতে ট্যান বলেন, ওয়ালডেন ইন্টারন্যাশনাল এবং ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস প্রতিষ্ঠানে তার অতীতের ভূমিকা নিয়ে ‘অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময় সর্বোচ্চ আইনি ও নৈতিক মানদণ্ড মেনেই কাজ করেছি।’

মালয়েশিয়ায় জন্ম নেওয়া প্রযুক্তি খাতের এই অভিজ্ঞ ব্যক্তি এ বছরের মার্চে ইন্টেলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি হোয়াইট হাউসের শুল্ক ও রপ্তানি বিধিনিষেধের কারণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন।

ইন্টেলের মূল ব্যবসা ছিল প্রচলিত কম্পিউটিং চিপ তৈরি করা। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত উত্থানে সে বাজার ক্রমেই সংকুচিত হচ্ছে।