বাসস
  ১১ আগস্ট ২০২৫, ১৫:৫৩

বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ চুক্তি চূড়ান্ত হতে চার দিন বাকি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : প্লাস্টিক দূষণ মোকাবেলার পদ্ধতি নিয়ে সোমবার দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ক্রমবর্ধমান এই অভিশাপের লাগাম টেনে ধরার জন্য একটি যুগান্তকারী বৈশ্বিক চুক্তি তৈরির জন্য আর মাত্র চার দিন বাকি রয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্লাস্টিক আধুনিক জীবনকে বদলে দিলেও, প্লাস্টিক দূষণ পরিবেশ এবং মানবদেহের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন স্থলভাগ এবং সমুদ্রে আবর্জনা জমা হচ্ছে।

রোববার ছুটির পর আলোচনার টেবিলে ফিরে আসার পথ নির্ধারণ করে প্রথম আন্তর্জাতিক চুক্তি তৈরির জন্য ১৮৪টি দেশ জাতিসংঘে মিলিত হচ্ছে, যাতে তাদের মতপার্থক্যগুলো নিয়ে চিন্তাভাবনা করা যায়।

জেনেভাতে প্রথম সপ্তাহের আলোচনা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হয়েছে এবং একটি স্পষ্ট খসড়া তৈরিতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রগুলো এখনও আড়াই বছর আগে শুরু হওয়া চুক্তিটির উদ্দেশ্য এবং পরিধি নিয়ে গভীরভাবে বিভক্ত।

গত সপ্তাহে, বিভিন্ন কর্মশালায় বা ওয়ার্কিং গ্রুপগুলো প্লাস্টিক পণ্যের নকশা, বর্জ্য ব্যবস্থাপনা, উৎপাদন, পুনর্ব্যবহারের জন্য অর্থায়ন, প্লাস্টিক পুনঃব্যবহার এবং উন্নয়নশীল দেশগুলোতে বর্জ্য সংগ্রহের জন্য অর্থায়নসহ প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

তারা পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে এমন অণু এবং রাসায়নিক সংযোজন নিয়েও আলোচনা করেছেন।