শিরোনাম
ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস): নিউইয়র্কের একটি হেলিকপ্টার হাডসন নদীতে বিধ্বস্ত হলে এক স্প্যানিশ পরিবারের সকল সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের কেউ বেঁচে নেই। তারা এক জন্মদিনের উৎসব উদযাপনে আনন্দ ভ্রমণে ছিল।
শুক্রবার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।
ম্যানহাটনের ওপর দিয়ে এক আনন্দ ভ্রমণে যাওয়ার সময় হেলিকপ্টারটি বৃহস্পতিবার মাঝ আকাশে বিকল হয়ে ঠান্ডা নদী বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ একজন জ্যেষ্ঠ ব্যবসায়ী নির্বাহী, তার স্ত্রী ও তিন সন্তানের মৃত্যু হয়।
জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপ বলেন, ‘গতকাল তারা পর্যটক হেলিকপ্টার ফ্লাইটে মায়ের ৪০তম জন্মদিন উদযাপন করছিলেন। হেলিকপ্টারে আরোহণ করা সব শিশুই ছিল ১১ বছর ও তার চেয়ে কম বয়সী।’
তিনি এক্স-এ আরো বলেন, পরিবারের একজন সদস্য তাদের লাশ উদ্ধারের জন্য বিমানে যাচ্ছেন। কর্মকর্তারা লাশগুলো স্পেনে ফিরিয়ে আনার জন্য দ্রুত উদ্ধারের চেষ্টা করছেন।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ডের (এনটিএসবি)-এর চেয়ারওম্যান জেনিফার হোমেন্ডি দুর্ঘটনার কারণ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘এটা আমাদের তদন্তের পূর্ণ দিন। আমাদের কাছে অনেক তথ্য আছে, কিন্তু আমরা কিছু অনুমান করছি না।’
তিনি বলেন, (তদন্তকারীরা) হেলিকপ্টারের মালিক পাইলটের যোগ্যতা ও অন্যান্য তথ্য খতিয়ে দেখবেন। হেলিকপ্টারের আকাশে উড্ডয়নের উপযুক্ত ছিল কি না, অর্থাৎ কাঠামো ও সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা দেখবেন। আমাদের এখানে প্রমাণ ব্যবস্থাপনা দলও রয়েছে।’
গ্লোবাল টেকনোলজি ফার্ম সিমেন্স এএফপিকে নিশ্চিত করেছেন যে মৃতদের মধ্যে একজন হলেন আগাস্টিন এসকোবার, যিনি কোম্পানীর অধীনের একটি ইউনিটের সিইও।
সুইস পর্যটক আরাফা শেরিফ (৪৭) বলেন, ‘আমি একটা শব্দ শুনেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল এটা বোমা বা অন্য কিছু।’
মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, তিন শিশুসহ ছয়জনের লাশ পানি থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি এটিকে ‘হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।
জানুয়ারিতে ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী জেটের সংঘর্ষের পর, যার মধ্যে ৬৭ জন নিহত হয়, তার ধারাবাহিকতায়, এই দুর্ঘটনা মার্কিন হেলিকপ্টার চলাচলের নিরাপত্তার ওপর বিশেষভাবে আলোকপাত করছে।