শিরোনাম
ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সোমবার গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় সহায়তাকারীদের নিহত হওয়ার ঘটনায় তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
রয়টার্সের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আজ গাজার নাসের হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় রয়টার্সের ঠিকাদার হুসাম আল-মাসরির মৃত্যু এবং আমাদের আরেক ঠিকাদার হাতেম খালেদের আহত হওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত।’
এদিকে পৃথক এক বিবৃতিতে এপি জানিয়েছে, ‘যুদ্ধের শুরু থেকেই সংস্থার পক্ষে ফ্রিল্যান্স হিসেবে কাজ করা ৩৩ বছর বয়সী ভিজ্যুয়াল সাংবাদিক মারিয়াম দাগ্গার মৃত্যুর খবর শুনে তারা ‘মর্মাহত এবং দুঃখিত।’