বাসস
  ০৯ মে ২০২৪, ১৫:২০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ২

কিয়েভ, (ইউক্রেন), ৯ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, দক্ষিণাঞ্চলীয় নগরী
নিকোপোলে রাশিয়ার গোলাবর্ষণে দু’জন নিহত হয়েছে।
এতে আরো বলা হয়, রাতের বেলা মস্কো পরিচালিত ২০টি ড্রোনের  বেশিরভাগ ধ্বংস করেছে।
নিকোপোল নিয়মিতভাবে ডিনিপ্রো নদীর ওপারে অবস্থানরত রুশ বাহিনীর হামলার শিকার হয়। অঞ্চলটি ২০২২ সালের শেষের দিক থেকে ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, “শত্রুদের আর্টিলারি ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৬৫ বছর বয়সী এক নারীর প্রাণ নিয়েছে।” তিনি একটি বাড়ির ছাদে আগুন লাগার ও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্থ ভবনের ছবি প্রকাশ করেন।
বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনে রাতের বেলায় রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এ সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২০টি ড্রোনের মধ্যে ১৭টিকে ধ্বংস করেছে। প্রধানত দক্ষিণ ওডেসা অঞ্চলে এ হামলা চালানো হয়।
একটি  ড্রোন দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে একটি দ্বিতল ভবনে আঘাত হানে। তবে  এতে হতাহতের কোনও ঘটনা  ঘটেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়