শিরোনাম

খাগড়াছড়ি, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে।
সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ৫ম জেলা প্রশাসক টি টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা।
টুর্নামেন্টটি আগামী ৮ জানুয়ারি শেষ হবে।
টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা দলসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলে : মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলা, দিঘীনালা উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, গুইমারা উপজেলা, লক্ষীছড়ি উপজেলা, রামগড় উপজেলা, মানিকছড়ি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা, এনএসআই খাগড়াছড়ি যুগ্ম পরিচালক মঞ্জুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কাইসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।