বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

ধামরাইয়ে ইউনিয়ন পর্য়ায়ে শুরু হয়েছে জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা

ছবি : বাসস

সাভার, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইউনিয়ন পর্য়ায়ের আন্ত:ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। 

ধামরাইয়ের শরিফবাগের আফাজ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে শনিবার বিকেলে ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামুনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোঃ তানভীর আহমেদ।  

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী প্রতিযোগীতায় ভলিবল ও কাবাডিতে ধামরাই সদর ইউনিয়ন এবং কুশুরা ইউনিয়ন দল অংশগ্রহন করেন। প্রথম খেলায় বিজয়ী হয়েছে ধামরাই সদর ইউনিয়ন দল। প্রতিযোগিতা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। 

ঢাকা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুল রাফিউল আলম, এডিসি আব্দুর ওয়ারেজ আনসারী, এডিসি শামিম হোসেন, এডিসি মি. লিটাস লরেন্স সিরান, এডিসি মাহবুব উল্লাহ মজুমদার, এডিসি (শিক্ষা) শামীমা সুলতানা, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র ও ধামরাই শরিফবাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ মাহবুব আলমসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন। 

ঢাকা জেলা প্রশাসক মোঃ তানভীর আহমেদ জানান, এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়া প্রয়োজন। দেশের যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের প্রতিযোগিতার উপর গুরুত্বারোপ করা প্রয়োজন এবং এ ধরনের আয়োজন খেলোয়াড়ী মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

তিনি আরো বলেন, আমাদের এ প্রতিযোগিতার ফাইনাল খেলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বিজয়ীদের অনেকেই জাতীয় পর্যায়ে স্থান করে নিতে পারবে।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা জেলা ক্রীড়া অফিস ।