শিরোনাম
খুলনা, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুন্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে খুলনা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দলের ম্যাচটি গোলশুণ্য ভাবে শেষ হয়েছে। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় শেষ ষোল নিশ্চিত করেছে খুলনা।
গতকাল বিকেলে ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায়, ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় খুলনা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দল। খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসুনুজ্জামান ঝন্টু।
গত ৫ অক্টোবর আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রাজু সানার দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলের বড় জয় পায় খুলনা জেলা দল। দ্বিতীয় ম্যাচটি ড্র হওয়ায় জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে জায়গা করে নিল খুলনা জেলা দল। মূলপর্বের খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।