শিরোনাম
হবিগঞ্জ, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে হবিগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রোববার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বিকেলে আয়োজিত এই ম্যাচে অংশ নেয় হবিগঞ্জ বনাম মৌলভীবাজার জেলা। ম্যাচটি গোলশুন্য ভাবে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সদস্য এডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের অর্থ সম্পাদক আব্দুল হান্নান, সদস্য জয়নাল আবেদিন।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, সৈয়দ এখলাছুরর রহমান খোকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ছালেহ আহমেদ।
ম্যাচে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।