শিরোনাম
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল।
আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৪-১ গোলে হারিয়েছে শিবগঞ্জ উপজেলাকে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ।
তিনি বলেন, ‘ফুটবলের প্রতি যুব সমাজের আকর্ষণ বাড়াতে হবে। ক্রীড়ার আকর্ষণ হাজারো মাদকের চেয়ে বেশি। তাই আমাদের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিনোদন দিতে হবে।’
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নাকিব হাসান তরফদার।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন সদর উপজেলার মো. আব্দুস সামাদ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন সদর উপজেলার আহাদ আলী।
পাঁচ দলের অংশগ্রহণে গত ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।