বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুষ্টিয়ায় শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কুষ্টিয়া রাইফেল ক্লাবের ব্যবস্থাপনায় শ্যুটিং প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ক্লাবের পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেল শ্যুটিং কোর্টে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, যুগ্ম সম্পাদক এস এম কাদেরী শাকিল, মিজানুর রহমান লাকি।

পরে ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৬-১৮ বছর বয়সী শ্যুটাররা এই প্রতিযোগিতায় অংশ নেন।