শিরোনাম
বাগেরহাট ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : রোববার বিকেলে বাগেরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত এই চ্যাম্পিয়নশীপে পিরোজপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে বাগেরহাট জেলা দল জয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাগেরহাট দলের রিয়াজ।
এই ম্যাচে জয়ের মাধ্যমে জাতীয় ভাবে বাগেরহাট জেলা ৩২ দলের মধ্যে অন্তর্ভুক্ত হলো।
বিকেলে বাগেরহাট জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ উপস্থিত ছিলেন।