বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩

তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি : বাসস

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আজ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে  শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  ।

বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শিবগঞ্জ উপজেলা ২-০ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে। ম্যাচে দুই অর্ধে শিবগঞ্জ উপজেলার পক্ষে গোল করেন মোমিনুল ইসলাম এবং যুবায়ের।

ম্যাচ সেরা নির্বাচিত হন শিবগঞ্জ উপজেলার মোমিনুল।

এর আগে গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতিতে বর্ণিল সাজে সজ্জিত চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নাকিব হাসান তরফদারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার দল অংশ নিচ্ছে।