বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
আজ বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ ম্যাচে অংশ নেয় নওগাঁ জেলা দল এবং বগুড়া জেলা দল। 

ম্যাচে বগুড়া জেলা দল ৫-০ গোলে হারায় নওগাঁ জেলা দলকে। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বগুড়া জেলা দল। 

প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আয়োজকরা জানান, তারুণ্যের উৎসব ও জাতীয় চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন করছে। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং অন্যান্য ইভেন্টগুলোর কারণে  দর্শকরা স্টেডিয়াম মুখী হয়েছে।

তিনি আরও বলেন, তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।