শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনে পুরুষ বিভাগে খুলনা এবং নারী বিভাগে ঝিনাইদহ চ্যাম্পিয়ন হয়েছে।
যশোর জিমন্যেসিয়ামে অনুষ্ঠিত আজকের ফাইনালে পুরুষ বিভাগে খুলনা ৪১-২২ পয়েন্টে সাতক্ষীরাকে পরাজিত করে শিরোপা জিতে। অন্যদিকে নারী বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনালে ঝিনাইদহ ২৪-১৭ পয়েন্টে নড়াইলকে হারিয়ে বিজয়ী হয়।
ফাইনালে খুলনা দলের অপ্রতিরোধ্য পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তারা শুরু থেকেই সাতক্ষীরার ওপর চাপ সৃষ্টি করে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। শেষ পর্যন্ত ৪১-২২ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
এদিকে নারী বিভাগের ফাইনালটি ছিল আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ঝিনাইদহ এবং নড়াইল উভয় দলই তীব্র লড়াই চালায়। শেষ পর্যন্ত ঝিনাইদহের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ২৪-১৭ পয়েন্টের ব্যবধানে নড়াইলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।
রূপসা জোনে পুরুষ বিভাগে মোট ৫টি এবং নারী বিভাগে ৭টি দল অংশ নেয়। এই জোনের পর জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্বের খেলা বরিশালের ধানসিঁড়ি জোনে অনুষ্ঠিত হবে।