বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৯:০৩

বিসিবির ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ, ৭ জুলাই, ২০২৫ ( বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেটাররা।

বুধবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় আগে ব্যাটিং করে সিরাজগঞ্জ ১৬২ রান সংগ্রহ করে। 

জবাবে খেলতে নেমে রাজশাহী জেলা দল ১০৫ রানে অল আউট হয়। ৫৭ রানের  বড় ব্যবধানের জয়ে ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে সিরাজগঞ্জ জেলা দলের ক্রিকেট খেলোয়াড় ও অফিসিয়ালরা। 

বিসিবির ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফিতে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

আজ সকাল সাড়ে ১১ টায় বিসিবির ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল রাজশাহী থেকে সিরাজগঞ্জ নিউ মার্কেটের সামনে পৌঁছালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মিষ্টিমুখ করান। এসময় প্রত্যেকের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে, পুরো দলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন, রেজাউল করিম খোকন, আলী নেওয়াজ চৌধুরী, মাস্টার সেলিম খান, হালিম বাবু, মিরন। 

সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দল : খায়রুল আমিন নেহাল, আনান খান নিরব, আদনান খান নির্ঝর, সজিব হোসেন, আবিদ হাসান, বকুল শেখ, নাজিউর রহমান রোমেল, আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান, শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান, কাওছার শেখ, রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম। 

প্রশিক্ষক ছিলেন বিসিবির সিরাজগঞ্জ জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারুল ইসলাম আজিম।