শিরোনাম
ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল বিভাগ ভিত্তিক রোলার স্কেটিং প্রতিযোগিতা ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিকেলে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক-ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
প্রতিযোগিতায় ৯টি গ্রুপে ১১৮ প্রতিযোগি অংশগ্রহণ করছে।
তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা বিভাগ ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করেছে।