বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৪:৫৩
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬:২১

পিরোজপুরে জুলাই পুনর্জাগন উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুর, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : পিরোজপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শহীদদের স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চারটি জেলা অংশ নেয়।

জেলাগুলো হলো : পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও নড়াইল।

পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে স্থানীয় টাউন ক্লাব মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মাদ আবু নাসের। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

টুর্নামেন্টের ফাইনালে বাগেরহাট জেলা দল পিরোজপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জণ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান ‎।

সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি।

বিজয়ী বাগেরহাট জেলা দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০,০০০ টাকার প্রাইজ মানি এবং পিরোজপুর জেলা দলকে  রানার্সআপ ট্রফি এবং ১০,০০০ টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়।