শিরোনাম
ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত পাঁচদিন ব্যপী আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ মহিলা কাবাডি প্রতিভা অন্বেষন কর্মসূচী আজ শেষ হয়েছে।
ধানমন্ডিস্থ রিয়া গোপা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব (যুগ্ম সচিব) মো: আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আঞ্জুমান আরা আকসির, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আন্ত:জেলা অনূর্ধ্ব-১৮ মহিলা কাবাডি প্রতিভা অন্বেষন কর্মসূচীতে ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।