বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:২০

বড়দিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতর আগামীকাল ‘সাংস্কৃতিক সন্ধ্যা’

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বড়দিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় উপলক্ষ্যে উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বড়দিন শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তন পরিবেশনা।