বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

শিল্পকলায় যাত্রাপালা উৎসবের সমাপনী পর্ব শুরু আজ : মঞ্চস্থ হবে ‘প্রেমের সমাধি তীরে’

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী উৎসবের সমাপনী পর্ব শুরু হচ্ছে আজ। রাষ্ট্রীয় শোক পালনের কারণে বিঘ্নিত হওয়া এই উৎসবের শেষ পর্যায়ের প্রদর্শনীগুলো ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ১ ডিসেম্বর দেশব্যাপী যাত্রা দলগুলোর নিবন্ধন ও প্রদর্শনী উৎসব শুরু হয়েছিল।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মাগুরার মোহাম্মদপুর থেকে আসা ‘উর্মি অপেরা’ মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’। নির্মল মুখোপাধ্যায়ের রচনায় পালাটি পরিচালনা করবেন শামীম খন্দকার।

আগামীকাল ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভেন্যুতে দিনাজপুরের বিরামপুরের দল ‘তিষা অপেরা’ পরিবেশন করবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’।

উৎসবের সমাপনী পর্বের শেষ দিনে অর্থাৎ আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সমাপনী দিন উপলক্ষ্যে দুপুর ২টায় যাত্রা শিল্পীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ‘নগর পরিভ্রমণ’-এর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দলের শিল্পীরা তাদের অভিনীত চরিত্রের পোশাক পরে ও সংলাপ আওড়িয়ে অংশ নেবেন। বাদ্য-বাজনা ও গীতসহ এই শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও শাহবাগ মোড় প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিতে এসে শেষ হবে।

উৎসবের পর্দা নামবে সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রেপার্টরি যাত্রা ইউনিটের পরিবেশনায় ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’র মাধ্যমে। এম এ মজিদের রচনায় পালাটি পরিচালনা করবেন তানভীর নাহিদ খান।

মাসব্যাপী এই আয়োজনে সারাদেশের নিবন্ধিত ৩৬টি দল ৩৬টি যাত্রাপালা এবং শিল্পকলা একাডেমির নিজস্ব ১টিসহ মোট ৩৭টি যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে। প্রদর্শনীর টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। প্রতিটি পালা জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে।