শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫(বাসস) : শিল্পকলা একাডেমিতে আগামীকাল বালিয়াডাঙ্গী রাজবাড়ীর ‘দি রাজবাড়ী যাত্রা ইউনিট’ মঞ্চস্থ করবে ‘প্রতিমা বিসর্জন’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন নরেশ ঘোষ।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ যাত্রাপালা মঞ্চায়ন করা হবে।
আজ রোববার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একই স্থানে বেলাবো নরসিংদীর যাত্রাদল ‘বেলাবো নাট্য’ মঞ্চায়ন করেছে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’।
যাত্রাপালাটির পালাকার নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় মো. কাজল মিয়া।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের ১টিসহ মোট ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা।
এ ছাড়াও প্রতিদিন বিকেল ৫ টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।