বাসস
  ২৪ মে ২০২৫, ১৫:৫৬
আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:০৬

কিম কার্দাশিয়ান ডাকাতি মামলার রায়: কারাগারে যাচ্ছেন না মূল অভিযুক্তরা

কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): ফ্রান্সে মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ভয়ঙ্কর অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়া রায়ে অধিকাংশের শাস্তি শিথিল রাখা হয়েছে। আদালত জানায়, অভিযুক্তদের বয়স এবং শারীরিক অবস্থার বিবেচনায় তাদের জেলে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, প্যারিসের একটি আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে। রায়ের পর এক বিবৃতিতে কার্দাশিয়ান বলেন, 'ফরাসি কর্তৃপক্ষ ন্যায়বিচার নিশ্চিত করতে যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, 'এটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার ও আমার পরিবারের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। তবে আমি বিশ্বাস করি, মানুষ বেড়ে ওঠে, শোধরায়, এবং আমি সবার জন্যই আরোগ্য প্রার্থনা করি।'

প্রধান অভিযুক্ত ‘ওল্ড ওমর’ এখন বাকরুদ্ধ

ডাকাতি চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত আমর আইত খেদাশে যিনি ‘ওল্ড ওমর’ নামে পরিচিত, রায় ঘোষণার আগে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি এখন পুরোপুরি বধির ও প্রায় বাকরুদ্ধ। তার বক্তব্য আদালতে পড়ে শোনান তার আইনজীবী।

বক্তব্যে তিনি লেখেন, 'আমি ক্ষমা চাইছি। আমার কোনো ভাষা নেই। আমি খুবই দুঃখিত।' একইসঙ্গে তিনি তার পুত্র হারমিনিকেও ক্ষমা চান, যিনি ওই রাতে চালকের ভূমিকায় ছিলেন।

জেলে না পাঠানোর সিদ্ধান্ত

আদালতের প্রধান বিচারক ডেভিড দ্য পাস অভিযুক্তদের উদ্দেশে বলেন, 'আপনাদের দণ্ড হালকা। তবে আমি বুঝি আপনারাও বুঝেছেন যে আপনারা ক্ষতি করেছেন।'

তিনি আরও বলেন, 'প্রধান অভিযুক্তদের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় তাদের কারাগারে পাঠানো নৈতিকভাবে অনুচিত হতো। আজ রাতে আপনাদের জেলে পাঠানোটা অন্যায় হতো।'

বাকিদের কারাদণ্ড, আংশিক স্থগিত

বাকিদের মধ্যে ইউনিস আব্বাস (৭১), দিদিয়ের ডুব্রুক (৬৯) এবং সবচেয়ে কম বয়সী মার্ক-আলেকজান্দ্রে বয়ের (৩৫)-কে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচ বছর স্থগিত। ডুব্রুক বর্তমানে ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছেন, তাই রায়ের সময় আদালতে অনুপস্থিত ছিলেন।

‘গ্র্যান্ডপা রবার্স’

ফরাসি মিডিয়ায় অভিযুক্তদের অনেকেই বয়সের কারণে ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিতি পান। যদিও প্রসিকিউশন আদালতকে স্মরণ করিয়ে দেয়, 'এই কুঞ্চিত মুখগুলোর পেছনে এক ভয়ানক সহিংসতা লুকিয়ে আছে,' এবং কিম কার্দাশিয়ানকে পরিকল্পিতভাবে আক্রমণের শিকার করা হয়েছিল।

মূল্যবান আংটি এখনো নিখোঁজ

ডাকাতির সময় ছিনতাই হওয়া মূল্যবান জিনিসগুলোর বেশিরভাগই এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে ছিল কার্দাশিয়ানকে তার তৎকালীন  স্বামী র‌্যাপার কেনি ওয়েস্টের উপহার দেওয়া ৩.৫ মিলিয়ন ইউরোর একটি হীরার আংটি।

২০০০-এর দশকের গোড়ায় টেলিভিশন রিয়েলিটি শো থেকে খ্যাতি পাওয়া কার্দাশিয়ান বর্তমানে ফ্যাশন ব্র্যান্ড ও চলচ্চিত্রে কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন।

আদালতে ক্ষমা ও দ্বিতীয় সুযোগ

মামলার সাক্ষ্যগ্রহণ পর্বে কার্দাশিয়ান আদালতে এসে নিজেই বলেন, তিনি খেদাশেকে ক্ষমা করে দিয়েছেন, তবে বলেন, 'এটি আমার আবেগ, অনুভব, ট্রমা বা জীবন যে কতটা বদলে গেছে—সেগুলোকে পাল্টাবে না। তবুও আমি দ্বিতীয় সুযোগে বিশ্বাস করি।'