শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ও বাজার পরিস্থিতি ছিল মিশ্র, তবে সামগ্রিকভাবে বিক্রির চাপই বেশি দেখা গেছে।
দিনশেষে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। সব ক্যাটাগরি মিলিয়ে ডিএসইতে আজ মোট ৩৯২টি কোম্পানির ১৭ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৯৮৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। টাকার অঙ্কে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ ৮১ হাজার ৬৯ টাকা। লেদেনকৃত ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিল ৬০টির।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০৭২ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৯৪৭ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া শরীয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০১৭ দশমিক ৬৬ পয়েন্টে।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে আজ শীর্ষ ১০ কোম্পানি হলো- এশিয়াটিক ল্যাব, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক ও এপেক্স স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ ছিল- এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও কনফিডেন্স সিমেন্ট।
দর কমার শীর্ষ ১০ রয়েছে- ফ্যামিলি টেক্স, ম্যাকসন স্পিনিং, নিউ লাইন, তাল্লু স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স, সিএনএ টেক্স, আনলিমা ইয়ার্ন, ১ম জনতা মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফ আইএফ ও মালেক স্পিনিং।
ক্যাটাগরিভিত্তিক চিত্র :
ডিএসইতে আজ ‘এ’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ২০৭টি কোম্পানির। এর মধ্যে ৭২টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৩২টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির মোট ৮০টির মধ্যে ১০টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৭টির অপরিবর্তিত। এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে মোট ১০৫টির মধ্যে ২৫টির দর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ২১টির অপরিবর্তিত। আজ ‘এন’ ক্যাটাগরিতে কোনো শেয়ার লেনদেন হয়নি।
মিউচ্যুয়াল ফান্ডে মোট ৩৪টির মধ্যে ৭টির দর বেড়েছে, ১৩টির কমেছে এবং ১৪টির অপরিবর্তিত ছিল।
এছাড়া কর্পোরেট বন্ডে মোট ২টির মধ্যে ২টির দর বেড়েছে এবং সরকারি সিকিউরিটিজে মোট ৩টির মধ্যে ৩টিরই দর কমেছে।