বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৮
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৭

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সরকার নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত  কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের  উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিশেষায়িত ব্যাংক-২ শাখার উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের ২০২৪-২০২৫ অর্থ-বছরের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদানের জন্য সরকারি অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো:

উৎসাহ বোনাস প্রদানের যাবতীয় আর্থিক ব্যয় প্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ অর্থবছরে প্রভিশনকৃত ১২ কোটি ৩০ লক্ষ টাকা (অপরিশোধিত ব্যয় খাত) হতে নির্বাহ করতে হবে।

প্রস্তাবিত আর্থিক সুবিধা শুধুমাত্র কর্মসংস্থান ব্যাংকের ২০২৪-২০২৫ অর্থবছরের স্থায়ী কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

২০২৪-২০২৫ অর্থবছরে কর্মসংস্থান ব্যাংকের যে সকল কর্মচারী প্রেষণে সরকারি দপ্তর/রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহে নিয়োজিত ছিলেন, কিন্তু কর্মসংস্থান ব্যাংক হতে বেতন ভাতাদি প্রাপ্ত হতেন, তাদের জন্য উক্ত আর্থিক সুবিধা প্রযোজ্য হবে।

তবে অন্য কোন প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী প্রেষণে কর্মসংস্থান ব্যাংকে উক্ত বছরে কর্মরত ছিলেন, কিন্তু তাদের নিজ নিজ মূল প্রতিষ্ঠান হতে বেতন-ভাতা প্রাপ্ত হতেন, তাদের জন্য এ আদেশ কার্যকর হবে না এবং উল্লিখিত উৎসাহ বোনাস জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ৩০.০৬.২০২৫ তারিখে প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে প্রদান করতে হবে।