শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডি পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ থেকে এই আন্তঃসংযোগ কার্যক্রম কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড হলো জাতিসংঘের ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) কর্তৃক তৈরি করা একটি স্বয়ংক্রিয় কাস্টমস ব্যবস্থাপনা সফটওয়্যার, যা আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক প্রক্রিয়া সহজ করতে ব্যবহৃত হয়।
এনবিআরের এই উদ্যোগের মাধ্যমে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া দ্রুততর হবে এবং যাচাই-বাছাই কার্যক্রম আরও প্রযুক্তিনির্ভর ও কার্যকর হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে দেশের রপ্তানি খাত উপকৃত হবে।
এনবিআর সূত্র জানায়, আন্তঃসংযোগ স্থাপনের আগে ইউডি যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন এবং বিজিএমইএ’র সিস্টেমের ওপর নির্ভরশীলতার কারণে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতা দেখা দিত। এতে খালাস প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় নানাবিধ চ্যালেঞ্জ ছিল।
নতুন এই উদ্যোগ বাস্তবায়নের ফলে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে, কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস পাবে, রাজস্ব সুরক্ষা ও ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হওয়ার পাশাপাশি বণ্ড ব্যবস্থাপনা যুগোপযোগী হবে।
এনবিআর আরও জানায়, ইন্টিগ্রেশনের পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এর পরবর্তী ধাপে পর্যায়ক্রমে ই-ইউডি রাইট অব সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রমকে পেপারলেস কাস্টমস ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।