বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬

ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৪১২ কোটি টাকা

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৮টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির শেয়ার ও ইউনিট।

আজ ডিএসইতে লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৯ দশমিক ৫৯ পয়েন্টে নেমে আসে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ দশমিক ২০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১১ দশমিক ৯২ পয়েন্ট কমে ৯৯৮ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে।

আজ ডিএসইতে ১ লাখ ৩৮ হাজার ৪৩৬টি ট্রেডের মাধ্যমে মোট ১৩ কোটি ৭৪ লাখ ২১ হাজার ৬৭৯টি শেয়ার ও ইউনিট। টাকার অংকে লেনদেনকৃত শেয়ারের মোট পরিমাণ দাঁড়ায় ৪১২ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ১৫৫ টাকা।

শ্রেণিভিত্তিক পরিসংখ্যানে ‘এ’ ক্যাটাগরিতে ২০৫টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ২১টির শেয়ারদর। ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮২টির মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৪টির। ‘জেড’ ক্যাটাগরিতে ১০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ার। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো কোম্পানির লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি স্কিম লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৪টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির ইউনিট। করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ২টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ১টি অপরিবর্তিত ছিল। সরকারি সিকিউরিটিজ খাতে ৩টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে। 
ডিএসইতে আজ লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল— ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, বিবিএস পেট্রোলিয়াম, ফাইন ফুডস, বিএসসিসি, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং জিকিউ বেলপেন।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে— শাহীনপুর সিরামিকস, ফাইন ফুডস, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-১ স্কিম-১, বিবিএস পেট্রোলিয়াম, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১, ডমিনেজ স্টিল, সিলভা ফার্মা ও সিকদার ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে— ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, এফএফএস ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স ও ওরিয়ন ইনফিউশন।