শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): দেশীয় ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে ডটবিডি ডোমেইন সেবার জনপ্রিয় দুইটি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য মূল্যছাড় ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বিটিসিএল সূত্র জানায়, ডটবিডি থার্ড লেভেল ডোমেইন (যেমন: এবিসি ডটকম ডটবিডি এবং ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: এবিসি ডটবিডি)-এই দুই বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি’তে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে গ্রাহকরা এখন আরও সাশ্রয়ী মূল্যে ডটবিডি ডোমেইন সেবা গ্রহণ করতে পারবেন।
হালনাগাদ মূল্যহার অনুযায়ী, ডটবিডি থার্ড লেভেল ডোমেইন (২ অক্ষরের বেশি) এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন (২ অক্ষরের বেশি) এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
ডটবিডি ডোমেইন ব্যবহারের ক্ষেত্রে ডটকম-এর তুলনায় সহজলভ্যতা, বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বাড়তি বিশ্বাসযোগ্যতা, সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানে অধিক গ্রহণযোগ্যতা এবং স্থানীয় বাজারে পেশাদার ইমেজ তৈরির সুবিধা পাওয়া যায়। পাশাপাশি দেশীয় সার্চ রেজাল্টে ভালো র্যাংকিংয়ের সম্ভাবনা ও দেশীয় রেজিস্ট্রেশন নীতির কারণে এটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ বলে জানিয়েছে বিটিসিএল।
বিটিসিএল আরও জানায়, নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সব নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, এই মূল্যছাড়ের অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। বিটিসিএল আশা করছে, এ উদ্যোগের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডটবিডি ডোমেইনের ব্যবহার আরও বাড়বে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।