বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৮

লেনদেনে ঊর্ধ্বমুখী ডিএসই সূচক, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান

ফাইল ছবি

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন শেষ হয়েছে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে। বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ দশমিক ৬৯ পয়েন্টে।

ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯ দশমিক ৩৭ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ এর ১৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৩ দশমিক ৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে।

দিনের লেনদেনে ডিএসইতে মোট ১ লাখ ৩৫ হাজার ১১৩টি লেনদেনের মাধ্যমে মোট ১৫ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। যার বাজারমূল্য দাঁড়ায় ৪৬৫ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৫১৪ টাকা। লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার ও ইউনিটের দাম।

‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বৃদ্ধি, ২৬টির দর হ্রাস এবং ১৩টির দর অপরিবর্তিত থাকে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, ৪০টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে পাঁচটির দর বেড়েছে, ৯টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। কর্পোরেট বন্ড খাতে তিনটির মধ্যে দু’টির দর কমেছে এবং একটির দর অপরিবর্তিত ছিল। সরকারি সিকিউরিটিজ খাতে লেনদেন হওয়া দু’টির দরই কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের ক্রয়চাপ বৃদ্ধির ফলে দিনের লেনদেনে সূচকে এ উত্থান দেখা গেছে।