বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ২২:১৫

ব্যাংকগুলোকে নারী-বান্ধব শৌচাগার নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্যাংকিং কর্মক্ষেত্রে নারীদের জন্য পর্যাপ্ত সুবিধার অভাব উল্লেখ করে সব তফসিলি ব্যাংককে নারী-বান্ধব শৌচাগার নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

আজ মঙ্গলবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘নারী ব্যাংক কর্মকর্তা ও নারী গ্রাহকরা নারী-বান্ধব শৌচাগারের ঘাটতির কারণে সেবা গ্রহণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখাগুলোতে নারী-বান্ধব শৌচাগার নিশ্চিত করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নারী কর্মকর্তা, কর্মচারী এবং নারী সেবাগ্রহীতাদের জন্য প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, সব শাখা ও উপশাখায় স্বাস্থ্যসম্মত ও নারী-বান্ধব শৌচাগার নির্মাণ এবং যথাযথ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।