বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:০৬

অবকাঠামো ও শিক্ষা খাতের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সরকারি অবকাঠামো ও শিক্ষা খাতের প্রকল্প সম্পর্কিত বেশ কয়েকটি প্রস্তাব পর্যালোচনা করে আজ অনুমোদনের সুপারিশ করেছে।

আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশনের অধীনে প্রায় ৩১ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে একটি নির্মাণ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। যার মধ্যে এমএন হুদা কনস্ট্রাকশন লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও, কমিটি চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ছয় তলা বিশিষ্ট একাডেমিক সার্কেল ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত প্রকল্পটি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগে প্রায় ১৫৮ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হবে।

এছাড়াও, ক্রয় কমিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ঢাকায় একটি নতুন বহুতল সার্কিট হাউস ভবন নির্মাণের দরপত্র বাতিলের অনুমোদন দিয়েছে।