বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫৪

বিনিয়োগ আকর্ষণে দক্ষতা ও সমন্বয়ই সবচেয়ে বড় শক্তি : আশিক চৌধুরী

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কেবল নীতিগত সুবিধা নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা, দ্রুততা ও সমন্বিত ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 

তিনি বলেন, বিনিয়োগ একটি ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া, যেখানে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপন করতে পারাই সাফল্যের মূল চাবিকাঠি।

আজ মঙ্গলবার বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত দিনব্যাপী আায়োজিত এক লার্নিং সেশনে সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান এ সব কথা বলেন। 

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আরও কার্যকরভাবে আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর উদ্যোগে ‘এফডিআই এন্ড ইনভেস্টমেন্ট প্রমোশন কম্পিটেনসিস’ শীর্ষক এই লার্নিং সেশন আয়োজন করা হয়।

লার্নিং সেশনে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (মিডা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করে।

কর্মশালায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের ওপর কেস স্টাডি উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং বিনিয়োগবান্ধব সমাধান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

লার্নিং সেশনে বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের কৌশল, তথ্যভিত্তিক উপস্থাপন ও কার্যকর যোগাযোগের দিকনির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। এটি একটি সমন্বিত প্রচেষ্টা, যেখানে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা অপরিহার্য। বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশকে দ্রুত, স্পষ্ট ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারলেই আমরা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারব।’

তিনি আরও জানান, বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ আরও কার্যকর করতে বিডা, বেজা, মিডা ও পিপিপিএর কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় আগামী ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি ও সহজ যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে অন্যান্য ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (আইপিএ) কর্মকর্তাদেরও এই কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লার্নিং সেশনে আরও বক্তব্য রাখেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। তারা বৈশ্বিক বিনিয়োগ প্রবণতা, বাংলাদেশের সম্ভাবনা এবং আর্থিক খাতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এই লার্নিং সেশনকে বিনিয়োগবান্ধব প্রশাসন গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।