বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৭

ডিসেম্বরে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৯ শতাংশে পৌঁছেছে

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে দেশের সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.৪৯ শতাংশে, যা ২০২৫ সালের নভেম্বরে ছিল ৮.২৯ শতাংশ।

মূল্যস্ফীতির এই সামান্য বৃদ্ধির প্রধান কারণ হিসেবে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতাকে দায়ী করা হয়েছে।

বিবিএস’র তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৭১ শতাংশ হয়েছে, যা নভেম্বরে ছিল ৭.৩৬ শতাংশ। 

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হারও ২০২৫ সালের নভেম্বর মাসের ৯.০৮ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৯.১৩ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে, গত মাসে গ্রামীণ এবং শহরাঞ্চল উভয় এলাকাতেই মূল্যস্ফীতির হার সামান্য বৃদ্ধি পেয়েছে।