বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ২১:০৩

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৫৩৭ কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস): সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৪,৯৬৫ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়ায়। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১,৮৮৭ দশমিক ৮৫ এবং ডিএসই শরিয়াহ সূচক ০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১,০০৬ দশমিক ৬১ পয়েন্টে উন্নীত হয় ।

ডিএসইতে এদিন ১ লাখ ৬২ হাজার ৪০৫টি ট্রেডের মাধ্যমে মোট ৩৯০টি কোম্পানির ১৯ কোটি ৮৮ লাখ ২ হাজার ৯৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৩৭ কোটি ৪১ লাখ ২৪ হাজার ২৩৩ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত ছিল ৪৩টির শেয়ারের দাম ।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি—ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, সায়হাম কটন, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসসিসি, সোনালী পেপার, যমুনা ব্যাংক ও স্কয়ার ফার্মা ।

দর বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি- ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবি ব্যাংক, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, পূবালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। 

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি-জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, বেস্ট হোল্ডিংস, ওয়াই ম্যাক্স ইলেকট্রোড, কাটালি টেক্সটাইল, এস আলম কোল রোলিং, ফ্যামিলি টেক্স ও আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ।