শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও চীনের মধ্যে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি কো. লিমিটেড এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।
গতকাল ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের সংশ্লিষ্ট কারিগরি প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতা কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় উভয় পক্ষ যৌথভাবে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা উন্নয়নে কাজ করবে। যা উভয় দেশের শিল্পোন্নয়ন ও আধুনিক কর্মশক্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি কো. লিমিটেডের জেনারেল ম্যানেজার ইউয়ে সুয়েশান এবং সিসিইসিসি বাংলাদেশ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লু ইয়ং উপস্থিত ছিলেন।
বিসিসিসিআই’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জামিলুর রহমান, প্রেসিডেন্টের উপদেষ্টা মো. ফাইযুল আলম, ভাইস প্রেসিডেন্ট খন্দকার আতিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মাসুদ আলী খান, পরিচালক আসিফ হক রুপো, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবু তাহের এবং ইদাই ইলু চাইনিজ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. মো. সাদী।
সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতি শিক্ষা, শিল্প ও কর্মশক্তি উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার ক্রমবর্ধমান অগ্রগতি ও গভীরতাকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উভয় দেশের দৃঢ় ও অভিন্ন অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
এই সমঝোতা স্মারক প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গঠনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।