বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ২১:১৯

সিএমজেএফ নির্বাচনে মনির হোসেন সভাপতি, আহসান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মনির হোসেনস সভাপতি এবং আহসান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার অনুষ্ঠিত ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮১টি ভোট পড়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম গোলাম সামদানী ভূঁইয়া পান ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী জুনায়েদ শিশির পান ৩২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে বাবুল বর্মণ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে এস এম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে তাহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট। অর্থ সম্পাদক পদে মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে ওবায়দুর রহমান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট।

কার্যনির্বাহী সদস্য (পাঁচটি পদ) হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান, এস এম জাকির হোসেন, মো. সাজ্জাদ হোসাইন ও সুশান্ত সিনহা।