বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

হাসান তারেক চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) হিসেবে আজ যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। 

ডিএসইতে যোগদানের আগে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় তার রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা। 

তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল, নোভার্টিস, মেটলাইফ, এসিআই, এমজিএইচ গ্রুপ ও প্রাণ-আরএফএল গ্রুপসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে এইচআর ছিলেন।
বিদেশে নতুন প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রেও তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি পাকিস্তানের লাহোর ও শ্রীলঙ্কার কলম্বোতে এমজিএইচ গ্রুপের জন্য নতুন ‘পিপল সেটআপ’ ও সংগঠন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন।

শিক্ষাগত যোগ্যতায় হাসান তারেক চৌধুরী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে এমএসসি (প্রথম শ্রেণী), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) এবং ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) ডিগ্রি অর্জন করেন।