শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষ্যে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুসারে বাংলাদেশ ব্যাংক আজ এই নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই দিন আগে থেকেই ‘ব্যাংক হলিডে’ নির্ধারিত ছিল। এর ফলে গ্রাহকদের সঙ্গে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। তবে, ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকগুলো তাদের সংশ্লিষ্ট শাখা বা বিভাগ নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।