শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই)।
এক শোকবার্তায় সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন অগ্রদূত ও প্রভাবশালী নেত্রী ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন বিএনপির চেয়ারপার্সন হিসেবে তিনি অসাধারণ নেতৃত্ব, দৃঢ়তা ও গণতান্ত্রিক অগ্রগতির প্রতি গভীর নিষ্ঠার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো গঠনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে তাঁর নিরলস অবদান ও নেতৃত্ব অসংখ্য মানুষের অনুপ্রেরণার উৎস ছিল। তাঁর প্রয়াণে বাংলাদেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ককে হারালো। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে মরহুমার পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণসহ তাঁর নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত সকলের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এসসিসিআই মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ যেন তাঁকে অনন্ত শান্তি দান করেন এবং এই কঠিন সময়ে তাঁর স্বজনদের ধৈর্য ও সান্ত্বনা প্রদান করেন।