বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ২২:১৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে, সূচক নিম্নমুখী

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। এদিন ডিএসইতে মোট ১ লাখ ৮ হাজার ৭৯৮টি ট্রেডের মাধ্যমে ৩৯০টি কোম্পানির ৯ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৮৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৯ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার ৪৭০ টাকা। 
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬১ দশমিক ৫৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৭ দশমিক ৫০ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ৯২ পয়েন্ট কমে ৯৯৯ দশমিক ৯৮ পয়েন্টে নেমে এসেছে।

এদিন লেনদেনকৃত কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৯৩টি কোম্পানির শেয়ার দর।
লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে : সিটি ব্যাংক, সোনালি পেপার, আলহাজ টেক্সটাইল, রহিমা ফুড, সিম টেক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সায়হাম কটন ও ফাইন ফুডস।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি : সোনারগাঁও টেক্সটাইল, তাকাফুল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনালি পেপার, বিডি থাই ফুড, প্রথম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএফ, এক্সিম ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো : ইন্টারন্যাশনাল লিজিং, এনসিসিবি মিউচ্যুয়াল ফান্ড-১, জাহিন স্পিনিং, নূরানী ডাইং, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ম্যাকসন স্পিনিং, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।