বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৪৩

ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি

প্রতীকী ছবি। পেক্সেলস

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চলতি অর্থবছরের ডিসেম্বর মাসের ২৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, এ সময় দেশে ২ হাজার ৫৩১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২৩২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ১৫ হাজার ৫৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ৩৭০ মিলিয়ন ডলার।