বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ডিএসইর লেনদেন, সূচকও বেড়েছে

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ সব সূচকের উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৩ দশমিক ৫৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে । পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮২ দশমিক ৫৫ পয়েন্টে। 

আজ দিনভর ডিএসইতে মোট ১ লাখ ১৮ হাজার ৭৫৩টি ট্রেডের মাধ্যমে মোট ১১ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৪৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়ায় ৩৩৮ কোটি ১০ লাখ ২৩ হাজার ৩৯৭ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির। 

‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৮২টির মধ্যে ৪২টির দর বেড়েছে, ২০টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল ।

 ‘জেড’ ক্যাটাগরিতে ৯৭টির মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ৪৩টির এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি ইউনিট লেনদেনে অংশ নেয়, যার মধ্যে দর বেড়েছে ৪টির এবং কমেছে ১২টির এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল। এছাড়া করপোরেট বন্ড ও সরকারি সিকিউরিটিজ খাতে খুব সীমিত লেনদেন লক্ষ্য করা গেছে।