শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। মোট লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৪১ লাখ ৪২ হাজার ২৫৩ টাকা। বাজারে আজ দর কমার প্রবণতাই বেশি লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইতে ১ লাখ ৩৯ হাজার ৫৩২টি ট্রেডের মাধ্যমে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৩ কোটি ৪৪ লাখ ২০ হাজার ১৭০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
এছাড়া আজ ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৩ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০ দশমিক ৬৩ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ দশমিক ১৭ পয়েন্টে উঠেছে। অপরদিকে ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ২ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সিমটেক্স, সায়হাম কটন, রহিম টেক্সটাইল, শাহজীবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল ও খান ব্রাদার্স পিপি।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো: এপেক্স ফুডস, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সিমটেক্স, শাহজীবাজার পাওয়ার, এপেক্স ফুটওয়্যার, বিএসসি, ইস্টার্ন লুব্রিকেন্টস, এশিয়াটিক ল্যাব ও স্ট্যান্ডার্ড ব্যাংক।
অন্যদিকে দর কমার শীর্ষে ১০-এ রয়েছে: প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, রেনউইক যজ্ঞেশ্বর, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, আরামিট সিমেন্ট ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।