শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নীতিগতভাবে চূড়ান্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)।
এই গুরুত্বপূর্ণ অগ্রগতি দুই দেশের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চূড়ান্ত করার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইপিএ’র লক্ষ্য হলো বাণিজ্য, বিনিয়োগ ও সেবা খাতে সংযোগ আরও গভীর করা। যা ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেবিসিসিআই জানায়, দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও মন্ত্রিসভা পর্যায়ের অনুমোদন সম্পন্ন হওয়ার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। চুক্তি সম্পাদিত হলে প্রথম দিন থেকেই জাপানি বাজারে ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং বাংলাদেশের বাজারে জাপান ১ হাজার ৩৯টি পণ্যে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
প্রক্রিয়াটি এখন আইনি ও অনুমোদন পর্যায়ে প্রবেশ করায় জেবিসিসিআই এই ঐতিহাসিক চুক্তির সুফল দুই দেশের জন্য সর্বোচ্চভাবে নিশ্চিত করতে বাস্তবায়ন, সক্ষমতা উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।