বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিকে স্বাগত জানিয়েছে জেসিআইএডি

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জাপান-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ)-খসড়া চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন ঢাকাস্থ জাপানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (জেসিআইএডি)-এর সভাপতি মানাবু সুগাওয়ারা।

তিনি বলেন, ‘আজকের টেলিফোন আলোচনায় জাপান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে ইপিএ নিয়ে যে বিস্তৃত সমঝোতা হয়েছে, তাকে আমি স্বাগত জানাই।’

তিনি জানান, ২০২৩ সালে বাস্তবায়িত জাপান-বাংলাদেশ ইপিএ বিষয়ক সম্ভাব্যতা সমীক্ষা এবং পরবর্তীতে ইপিএ করার সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণা দলের প্রতিবেদনে উভয় দেশের জন্য এর সুফল নিশ্চিত হওয়ায় দুই সরকার ২০২৪ সালের মার্চ মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে।

তিনি আরও বলেন, ‘মোট সাত দফা আলোচনা শেষে এখন দুই সরকার এই বিস্তৃত সমঝোতায় পৌঁছাতে পেরেছে-এতে আমি অত্যন্ত আনন্দিত।’

১৯৭২ সালে প্রতিষ্ঠিত জেসিআইএডি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পাশে থেকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অবদান রেখে আসছে।

বাংলাদেশ যখন ২০২৬ সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন এই ইপিএ উভয় দেশের বাজারে প্রবেশাধিকার বজায় রাখা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেসিআইডি জানিয়েছে, ইপিএ-এর বিস্তারিত স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তথ্য প্রচার ও অন্যান্য উপায়ে এর ব্যবহারকে উৎসাহিত করবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে থাকবে।