শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৮.০৫ পয়েন্ট বেড়ে ৪,৮৭৪.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১৭.৭৫ পয়েন্ট বেড়ে ১,৮৭১.৩৪ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৭০ পয়েন্ট বেড়ে ১,০০৬.৮০ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসই সূত্র জানায়, এক লাখ ৩১ হাজার ৬৬৯ টি ট্রেডের মাধ্যমে ডিএসইতে আজ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে মোট ৩৮৮টি কোম্পানির ১২ কোটি ৭৪ লাখ ৯১ হাজার ৪০৯টি ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৫ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার ৩৫০ টাকার বেশি।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০২টির দাম বেড়েছে, ৩৭টির কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেন পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো : বিএসসি, সায়হাম কটন, কে অ্যান্ড কিউ, রহিমা ফুড, খান ব্রাদার্স পিপি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল এবং মুন্নু ফেব্রিক্স।
মূল্য বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো : মুন্নু অ্যাগ্রো, রহিম টেক্স, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, জেমিনি সি ফুড, খান ব্রাদার্স পিপি, নিটল ইন্স্যুরেন্স ও মনোস্পুল পেপার।
দাম কমার শীর্ষ ১০ কোম্পানি—শ্যামপুর সুগার, নূরানী ডাইং, নর্দার্ন জুট, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইয়াকিন পলিমার, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম-১, জিল বাংলা সুগার মিলস ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।
দিনশেষে ডিএসই’র মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৪ হাজার ৫৩৩ কোটি ৮১ লাখ ১৯ হাজার ৯৯৮ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে।