বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬

২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৯ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ২১১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ হাজার ১২১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৭২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ হাজার ৯৮৩ মিলিয়ন মার্কিন ডলার।