বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

ডিএসইতে সূচকে মিশ্র প্রবণতা, লেনদেন ২৯৩ কোটি টাকা

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৪,৮২৬ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১,৮৫৩ দশমিক ৫৯ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭২ পয়েন্ট কমে ৯৯৯ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ১ লাখ ১২ হাজার ৬৬৮টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ৯ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৩ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৯২০ টাকায়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১টির শেয়ারের দাম বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- রহিমা ফুড, ডমিনেজ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, সিটি ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, বিএসসি, তৌফিকা ফুডস, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং আনোয়ার গ্যালভানাইজিং।

দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে- রহিম টেক্সটাইল, রহিমা ফুড, দেশ গার্মেন্টস, রানার অটো, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, গোল্ডেন হারভেস্ট, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও কাট্টালী টেক্সটাইল।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো- ফ্যামিলি টেক্স ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, বে লিজিং, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসিএ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আজিজ পাইপস, পিডিএল ও সি অ্যান্ড এ টেক্সটাইল।