শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা জোরদার করার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ (পিপিআর, ২০২৫) প্রণয়ন ও কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি’র (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ আজ ফরিদপুরে পিপিআর-২০২৫ এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিপিপিএ আয়োজিত এ কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)।
বিপিপিএ সিইও ফরিদপুরের কর্মশালায় উপস্থিত দরপত্রদাতা ও প্রকিউরিং এন্টিটি (পিই)-এর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, এখন আপনারা পিপিআর-২০২৫ পর্যালোচনা করবেন এবং মতামত আমাদের জানাবেন।
তিনি আরো জানান, নতুন বিধিমালায় নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বিশেষ কিছু বিধান সংযোজন করা হয়েছে। কর্মশালায় বিপিপিএ-এর পরিচালক ও জাতীয় ক্রয় প্রশিক্ষক শাহ ইয়ামিন-উল ইসলাম বিধিমালার বিভিন্ন বিধান ও তফশিল নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। তিনি পিপিআর, ২০২৫ প্রণয়নে অবদান রেখেছেন।
কর্মশালায় ফরিদপুর জেলার বিভিন্ন প্রকিউরিং এন্টিটি (পিই)-এর কর্মকর্তা ও দরপত্রদাতা মিলিয়ে ৬০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
বিপিপিএ সিইও আরো বলেন, নতুন পিপিআর-২০২৫ সম্পর্কে ক্রয়কারী ও দরপত্রদাতাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিপিপিএ জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত কর্মশালার আয়োজন করছে, যাতে সংশোধিত সরকারি ক্রয় আইন-২০০৬ এবং নতুন বিধিমালা সম্পর্কে সচেতনতা তৈরি হয়।
তিনি জানান, ২০২৫ সালে অধ্যাদেশের মাধ্যমে সরকারি ক্রয় আইন-২০০৬ সংশোধন করা হয় এবং এর উদ্দেশ্য পূরণকল্পে পিপিআর-২০২৫ জারি করা হয়।
তিনি আরো উল্লেখ করেন, সংশোধিত সরকারি ক্রয় আইন-২০০৬ এবং পিপিআর-২০২৫ উভয়ই ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে যুগপৎভাবে কার্যকর করা হয়েছে। বর্তমানে বিপিপিএ সারাদেশে কর্মশালার মাধ্যমে পিপিআর-২০২৫ প্রচার ও প্রসারে কাজ করছে।
উল্লেখ্য, সরকারি ক্রয় ব্যবস্থায় সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিপিপিএ দেশব্যাপী পিপিআর- ২০২৫ এবং ই-জিপি বিষয়ে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করে যাচ্ছে।